শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ জাকির হোসাইন খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এসময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মহিউদ্দিন ও সিহাব। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সাথে আলোচনা করেন এবং সবসময় এই পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এছাড়াও জাকির হোসাইন খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিনিধি, ৫ এপ্রিল ২০২৩