চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ( অতিরিক্ত জেলা দায়রা জজ -২ ) মোঃ সাহেদুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসানউল্লাহ ।
সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর বিভাগের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক, জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিষ্ট্রেট, জেলা পুলিশের কমর্কতা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি / সাধারন সম্পাদক, স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রধান সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, গণমাধ্যমর্কমী সহ আইনজীবী সমিতির কাযকরী সদস্য এবং অতিথি ও মুসল্লিগন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur