কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাল থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দাউদকান্দির গৌরীপুর ফাঁড়ি পুলিশ।
শনিবার সকালে দাউদকান্দি উপজেলার মোবারকপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ির পুলিশ।
গৌরীপুর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) এনামুল জানান, সকাল ১১টার দিকে গলায় সিমেন্টের বস্তা বাঁধা একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্র“তার জেরে কেউ তাকে খুন করে থাকতে পারে। মরদেহ গুম করার লক্ষ্যেই হয়তো সিমেন্ট ভর্তি বস্তা গলায় বেঁধে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।
|| আপডেট: ০৩:১২ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur