চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।
অর্থদণ্ডকৃত প্রতিষ্ঠান গুলো হলোঃ জামালের মুরগীর দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০ হাজার, সূচি কসমেটিকস এ পণ্যে মূল্য না থাকায় ১ হাজার, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৩ হাজার ও রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৫ হাজার টকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মাংসের দোকান, মুরগীর দোকান, ফলের দোকান ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সবাইকে ন্যায্যমূল্য পণ্য ও সেবা বিক্রির জন্য আইননগত সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur