চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারে সোনালী ব্যাংকের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে আউটলেটটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফারুক হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শ্রেনীর মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক গাজীপুর শাখার ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীর সভাপতিত্বে ও বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রিন্সিপাল শাখার সিনিয়র অফিসার ফরস মুন্সি, এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. এমরান হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, সাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সমাজ সেবক আমির হোসেন খোকা, সিরাজ শেখ, জাহাঙ্গীর আলম ভুলু, কামতা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বতু মিয়া, সাধারন সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur