চাঁদপুরের কচুয়ায় ৫১ পিস ইয়াবাসহ শিপন মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে কচুয়া থানার এসআই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবাড়ীয়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত যুবক শিপন মিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে। আটককৃত যুবকের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur