Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ঘর নির্মাণে বাধাঁ, আহত ৪
ঘর

কচুয়ায় ঘর নির্মাণে বাধাঁ, আহত ৪

চাঁদপুরের কচুয়া উপজেলার লৈয়ামেহের-পাচঁধারা গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে বৃদ্ধ বাবা-মা ও তার ২ মেয়েকে মারধর করা হয়েছে। সোমবার রাতে ওই গ্রামের আদম আলী বেপারী বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হচ্ছে, বৃদ্ধ আব্দুল খালেক,তার স্ত্রী জাহানারা বেগম ও দুই মেয়ে রেখা আক্তার ও সেলিনা আক্তার। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জমির মালিক দাবিদার বৃদ্ধ আব্দুল খালেক জানান, প্রায় ১৫ বছর আগে একই বাড়ির ওয়ারিশ রয়েজা বেগমের কাছ থেকে সাড়ে ৪শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছি। সোমবার মেয়েদের আর্থিক সহায়তায় ওই স্থানে পাকের ঘর নির্মান করতে গেলে একই বাড়ির প্রতিপক্ষ আবুল কালাম,সাইফ উদ্দিন মজুমদার,মফিজুল ইসলাম ও হালেমা বেগম গংরা আকস্মিক ভাবে রাতের আধারে ঘর নির্মাণে বাধা প্রদান,আমাদের মারধর করে নির্মানধীন ঘর ভেঙ্গে ফেলে দেয়।

পাশাপাশি প্রতিপক্ষরা বাড়িতে না এসে দুর থেকে প্রভাবখাটিয়ে নিরীহ ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি প্রদর্শন করছেন।

বিষয়টি সমাধনে স্থানীয় জনপ্রতিনিধি,এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী নিরীহ পরিবার। এদিকে অভিযুক্ত আবুল কালাম গংদের বক্তব্য জানতে তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি।

কচুয়া প্রতিনিধি, ২১ মার্চ ২০২৩