চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ১৩ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ পালিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুলসহ মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur