নাম মো: মাইনুদ্দিন পাটওয়ারী, পিতা মৃত সায়েদউল্লাহ পাটওয়ারী, মেম্বার মোস্তফা পাটওয়ারীর ছোট ভাই, সাং পূর্ব পোয়াঁ বক্সোআলি পাটোয়ারী বাড়ি, কালির বাজার ফরিদগঞ্জ চাঁদপুর।
ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী। স্পষ্টভাবে কথা বলতে পারে না। বয়স আনুমান ৩৫ বছর।
গত ৮ মার্চ ২০২৩ বুধবার বিকাল ৪ টার সময় নিজ বাড়ি থেকে কোথায়ও চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিন্মের ঠিকানায় যোগাযোগ করুন। ছেলেটির সন্ধান পেলে তাকে উপযুক্ত সম্মান প্রদান করা হবে। যোগাযোগগের জন্য মোবাই নম্বর ০১৭২৬৬১২৭২৫, ০১৬২২২৬১৮৫৭।
স্টাফ করেসপন্ডেট, ১০ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur