চাঁদপুর শহরের পুরানবাজার ২নং বালিকা (সি-হল) এবং ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে স্ব স্ব বিদ্যালয়ের প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
২নং বালিকা (সি-হল) সপ্রবির প্রধান শিক্ষিকা রাশেদা নাসরীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী হোসেন, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-পূর্বক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা ঘোষ, উত্তম প্রসাদ, কামরুন নাহার, মরিয়ম আক্তার, মাকসুন নহার।
৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকা প্রবাসী মোস্তফা হোসেন মুকুল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিরুল হক মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকরী বণিক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক বাদল সামাদ বেপারী, মো. শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-পূর্বক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বেগম, ফাতেমা বেগম, রাবেয়া বেগম, খায়রুন্নেসা খাদিজা আক্তার।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৬ মার্চ ২০২৩