চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
নোয়াখালীর সেনবাগে এক কিশোরীকে দর্জি দোকানে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সিলোনিয়া বাজারে ওই দোকান থেকে কিশোরীকে উদ্ধার করে।
সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পরে বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন, ইদিলপুর গ্রামের নূর হোসেন তবারক আলীর ছেলে মো. রাজু, তার দুই সহযোগী রবিন ও শাহাদাত হোসেন।
মেয়েটির মা জানান, গত রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সিলোনিয়া বাজারের দর্জি দোকানের মালিক রাজু জামা দেওয়ার কথা বলে তার মেয়েকে দোকোনে ডেকে পাঠান। জামা আনতে গেলে রাজু তার মেয়ের মুখ ও হাত-পা বেঁধে দোকানে তালা দিয়ে চলে যায়।
“পরে রাতে রাজু তার সহযোগী রবিন ও শাহাদাতকে নিয়ে মেয়েকে ধর্ষণ করে।”
এসআই জানান, মেয়েটির পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে সোমবার রাতে পুলিশ ওই দোকান থেকে মেয়েটিকে উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু ও তার সহযোগীরা পালিয়ে যায়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur