চাঁদপুরের ফরিদগঞ্জে দাদির সামনে নাঈম হোসেন(১৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের মানুরী গ্রামে এঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই শিশুর লাশ উদ্ধার করেছে।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানা গেছে, উপজেলার মানুরী গ্রামের সৌদি প্রবাসী সালামের দুই ছেলের মধ্যে নাঈম ছোট ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। বছর খানেক পুর্বে নাঈমের মা তালাকপ্রাপ্ত হন। এরপর থেকে নাঈম ও তার ভাই দাদির সাথে বসবাস করতো।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈম হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করতে থাকে। পরে সে নিজেই একটি সেলাইন তৈরি করে খায়। বুকের ব্যাথা আরো তীব্র আকার ধারণ করলে সে ছটফট করতে থাকে। পরে দ্রুত তাকে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur