চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়া চৌধুরী বাড়ি নিবাসী মোঃ জামাল হোসেন চৌধুরীর (৫২) জানাযা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযার পূর্বে সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের সঞ্চালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান হাতেম, শ্রীরামপুর মুন্সী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ মফিজুল ইসলাম, মরহুমের বড় ছেলে মোঃ হাছান চৌধুরী প্রমূখ।
জানা যায় ইমামতি করেন, মরহুমের ভাতিজা। জানাযা শেষে মরহুমের মরদের তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম জামাল হোসেন চৌধুরী স্বপরিবারে ডুবাই থেকে ব্যবসা পরিচালনা করিতেন। একজন দানশীল ব্যক্তি হিসেবে বিভিন্ন মাদ্রাসা,মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সময়ে সহায়তা করিতেন। তিনি গত ১ ফ্রেব্রুয়ারী রাতে স্ট্রোক করে ইন্তেকাল করিয়াছেন (ইন্নাল্লিা…… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জামাল হোসেন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur