চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনর শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, অন্যান্য সংগঠনের চেয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে অনেক সক্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। মাদকমুক্ত সমাজ গড়তে স্বেচ্ছাসেবক লীগ কাজ করছে। যে কোন ভাল কাজে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আপনাদের পাশে আছে ও থাকবে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাইম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সকল উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমান হোসেন গাজী। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কচুয়া উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা। খেলায় ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৯ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur