কচুয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিতারা ইউনিয়ন পরিষদ ভবনে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাচার সাব-জোনাল অফিসের আয়োজনে গ্রাহকদের সাথে উঠান বৈঠক ও গণশুনানী করা হয়।
ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুঁইয়া,পল্লী বিদ্যুৎ সাচার এরিয়ার এজিএম অপারেশন মো. ফারুক প্রমুখ।
এসময় বিতারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur