তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত, আর মৃত ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
২৮ জনুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেছেন, ‘যেকোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যে ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামাটা ঠিক নয়। এটা সঠিক কাজ কিনা, এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহুদিন ধরেই মৃত। বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে। তারা পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যা আদালত ও জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়েছে। এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক।’
আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। তারা নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন।’
সব সময় জনগণের রায় মেনে নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছি। সব সময় জনগণের রায় মেনে নিতে হবে। আওয়ামী লীগ অতীতেও জনগণের রায় মেনে ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও জনগণ যে রায় দেবে তা মেনে নেবে।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্টাফ করেসপন্ডেট, ২৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur