চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ প্রধান সুনামধন্য বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (ঋঅজঊঝঅ) নামে নুতন সংগঠন যাত্রা শুরু করেছে।
২৭ জানুয়ারি শুক্রবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেয়া হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মহেশ শর্মা সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ রিপন, কামাল হোসেন মিজি, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ফরিদী, হিতেশ শর্মা, মাও. শহিদ উল্ল্যা , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে ১১জন উপদেষ্টা ও ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur