চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সিএনজি ড্রাইভার কল্যান বহুমুখী সমবায় সমিতির (রেজিঃ নং ১৪/চাঁদ /০৯) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
২১ জানুয়ারি শনিবার পানিরটাংকি অস্থায়ী কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৪১৯ জন ভোটারদের মধ্যে ৩২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন ( প্রতীক চেয়ার) ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুল (প্রতীক সিএনজি) ভোট পেয়েছেন ১০১টি। সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তফা খান ( প্রতীক মোরগ) ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হক ( প্রতীক আম) ভোট পেয়েছেন ১৬২ টি। কোষাধ্যক্ষ পদে মোঃ আক্তার হোসেন ( প্রতীক দেওয়াল ঘড়ি) ভোট পেয়েছে ২০০ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়াজী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ সাইকেল প্রতীকে পেয়েছেন ২০৭ ভোট, মোঃ আফজাল হাতি প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট, মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট ও মোঃ কাউসার হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪৮ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিটন বেপারী ।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান। এ সময় মতলব দক্ষিন থানা এসআই হাবিবুর রহমান ও অরুন কান্তি চাকমাসহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur