কচুয়ায় ৩০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে শিক্ষা সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের আওতায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী সার্বিক সহযোগিতায় ও জেলা পরিষদের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।
৭ জানুয়ারি শনিবার কচুয়া ডাকবাংলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন খেলাসামগ্রী বিতরণ উদ্বোধন করেন। একই দিন বিকালে গুলবাহার গ্রামে উপজেলার আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
এসময় চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,চাঁদপুর জেলা পরিষদের উচ্চমান সহকারী ও বিশিষ্ট সমাজসেবক মুক্তার মজুমদার, নারায়নপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ওচমান গনি পাটওয়ারীর,যুবলীগ নেতা মাহি মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur