চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত ভোট গ্রহণ চলাতে থাকে। ১ হাজার ৬ জন ভোটারের মধ্যে ৬শ ২৬ জন ভোটার ৭ জন প্রার্র্থীকে ২টি বুথে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। এতে ১৬টি ভোট বাদ পড়েছে।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। ৭ জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত হয়।
এদের মধ্যে মোহাম্মদ হোসেন (মিন্টু) পাটওয়ারী (ব্যালট নং ৭) ৪শ ৯ ভোটে প্রথম স্থানে, মো. খোরশেদ আলম (ব্যালট নং ২) ৩শ ৭৮ ভোটে ২য় স্থানে, মো. নজরুল ইসলাম (সুমন) (ব্যালট নং ৪) ৩শ ৩ ভোটে ৩য় স্থানে, ডা. মো. মিজানুর রহমান ( ব্যালট নং ৬) ২শ ৫১ ভোটে ৪র্থ স্থানে নির্বাচনে জয়ী হয়েছে।
এদিকে আবুল কালাম আজাদ (ব্যালট নং ১) ১শ ৫৮ ভোট, জাকির হোসেন (ব্যালট নং ৩) ১শ ১৪ ভোট, বিল্লাল হোসেন খাঁন (ব্যালট নং ৫) ১শ ৯০ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছে।
এর আগে মোহাম্মদ হোসেন (মিন্টু) পাটওয়ারী ৩ বার নির্বাচিত হয়েছেন।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ১০:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur