Home / চাঁদপুর / চাঁদপুরে নারী এসআইর সাহসিকতা : নারী নির্যাতনকারী আটক
চাঁদপুরে নারী এসআইর সাহসিকতা : নারী নির্যাতনকারী আটক

চাঁদপুরে নারী এসআইর সাহসিকতা : নারী নির্যাতনকারী আটক

চাঁদপুরে নারী এসআইর সাহসিকতায় আটক হলো নারী এক নির্যাতনকারী।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু সহায়তা কেন্দ্রের ইনচার্জ এবং চাঁদপুর মডেল থানার এসআই প্রতিভা রাণী বর্মণ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার প্রধান আসামী তরপুরচ-ীর আলী জমাদারের ছেলে আবদুল হাই জমাদারকে শনিবার দুপুর দেড়টায় আটক করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ওই আসামীকে আটক করা হয়। আটককৃত আবদুল হাই জমাদার তার স্ত্রী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের জুলেখা বেগমকে বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এ বিষয়ে তার স্ত্রী তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। ওই মামলায় আবদুল হাই জমাদার আটক হয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী চাঁদপুর মডেল থানার নারী এসআই (উপপরিদর্শক) প্রতিভা রাণী বর্মণ চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুর মডেল থানায় আমি গত ২ মাস পূর্বে যোগদান করেছি, এটি আমার প্রথম মামলার প্রথম আসামী। আসামীর বিরুদ্ধে গত মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং ৯, তারিখ ০৪/১১/১৫ইং।’

দেলোয়ার হোসাইন

 

|| আপডেট: ০৯:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার

এমআরআর