চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মৃতিচারণ পরিষদের আমন্ত্রণে আজ ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন মতলব উত্তরের কৃতিসন্তান সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অবঃ) ড. আজিজ আহমেদ, পিএসসি, এনডিসি, জিআর।
এছাড়া প্রধান স্মৃতিচারক হিসেবে আসছেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর ফারুক। স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) এম এ ওয়াদুদ।
সান্ধ্যকালীন মুক্তিযুদ্ধ সময়কালীন স্মৃতিচারণ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
স্টাফ করেসপন্ডেট, ২৩ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur