সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে এবার ‘মান্দাস’ নামের নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এ নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে,এর প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রাত থেকেই ভারতের তামিলনাডু,পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর কিছুটা প্রভাব পড়তে শুরু করবে। আগামি বৃহস্পতি কিংবা শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কি.মি ।
ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাসের আরবি ভাষায় অর্থ হলো ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার নাম হবে মান্দাস।
৭ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur