ঢাকা নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান হাজী মো. দেলোয়ার হোসেন মল্লিক অসুস্থ্য হয়ে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) সকালে কিডনিতে পাথর জনিত অসুস্থতার কারনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতে গিয়ে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়।
হাজী দেলোয়ার হোসেন মল্লিকের আশু সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও বঙ্গবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন মল্লিক সকলের কাছে দোয়া কামনা করেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের বলে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur