চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট:১২:০৩ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত দিন বেশ গুঞ্জন চলছিল নানা মহলে। এ বার সেই জল্পনাকেই স্বীকার করে নিলেন মডেল-অভিনেত্রী আরশি খান। মঙ্গলবার টুইটারে তিনি জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ওই পাকিস্তানের ক্রিকেটার।
সম্প্রতি শোনা যায় দুবাইতে গোপনে ছুটি কাটাতে গিয়েছেন শহিদ-আরশি। প্রথমে সে কথা স্বীকার করেননি তিনি। তবে এ দিন আরশি টুইট করেন, আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালোবাসার।
‘হ্যাঁ, আমি আফ্রদির শয্যাসঙ্গী হয়েছি’

এত দিন আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনা অস্বীকার করেছিলেন আরশি। তিনি জানিয়েছিলেন, ‘আফ্রিদির সঙ্গে ডেট করছি না। আমরা শুধু ভাল বন্ধু। সামাজিক অনুষ্ঠানে দেখা হয় আমাদের। ব্যস এটুকুই!’’ তা হলে এখন সে সম্পর্ক কেন স্বীকার করলেন তিনি? তার কোনও উত্তর পাওয়া যায়নি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur