যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আটককৃত শাহরাস্তির ৪ যুবদল নেতাকে জামিন দিয়েছে আদালত।
২৭ নভেম্বর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাদের জামিন দেয়। জামিন পাওয়া যুবদল নেতারা হলেন, আবুল হাসান, বেলায়েত হোসেন প্রকাশ সুমন,মেশকাত হোসেন, মোস্তফা মোল্লা।এর আগে ২৩ নভেম্বর তাদের আটক করা হয়।
তবে এবিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক বলেন,আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য মূলক ভাবে আটক করা হয়েছে যাতে তারা ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গনসমাবেশে যেতে না পারে।এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৭ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur