স্টাফ করেসপন্ডেন্ট: আপডেট: ০১:০৮ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় হঠাৎ মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় পুরান বাজার হরিসভা এলাকায় এই ভাঙন শুরু হয়। এতে শহর রক্ষা বাঁধের কয়েকশ’ সিসি ব্লক ও জিও ব্যগ (বালির বস্তা) ভাঙনের তোড়ে নদীতে তলিয়ে গেছে।
খবর পেয়ে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভাঙন রোধে তাৎক্ষণিক তারা সিসি ব্লক ফেলার উদ্যোগ নিয়েছেন।
এদিকে, হরিসভা এলাকায় মেঘনার ভাঙন শুরু হওয়ায় আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা তাদের ঘর ও মালামাল সরাতে শুরু করেছেন। ভাঙ্গন এলাকায় আশপাশে প্রায় ১০টি বসতঘর রয়েছে। এর মধ্যে দীপক চন্দ্র দে’র একটি টিনশেড ঘর ও লিটন চন্দ্র দে’র টিনশেড বিল্ডিং এর ছালসহ ঘরের মালামাল সরিয়ে নেয়া হয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিক উল্যা চাঁদপুর টাইমসকে জানান, ভাঙনের স্থানে গভীরতা প্রায় ৩০ফুট, উজানের পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে, তাই জরুরি ভিত্তিতে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।’
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur