১৩ নভেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ৭ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ মিটিংগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। প্রতিটি সভা ছিলো মাসিক।
জেলা প্রশাসন চাঁদপুর ফেসবুক পেজ থেকে জানা যায়, এদিন অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে ছিলো জেলা আইন-শৃঙ্খলা কমিটি,আদালত সহায়তা কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, মাদক নিরোধ টাস্কফোর্স কমিটি,জেলা চোরাচালান মামলা সম্পর্কিত মনিটরিং কমিটি, জেলা মানবপাচার সংক্রান্ত বিচারাধীন মামলা মনিটরিং কমিটি এবং জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটি সম্পর্কিত সভা। সভাসমূহে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাগুলোতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, দপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদসহ সংশ্লিষ্ট কমিটির সদস্য, আট উপজেলার নির্বাহী কর্মকর্তা,নৌ-পুলিশ,কোস্টগার্ড,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা,জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভাগুলোতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নারী নির্যাতন,ধর্ষণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণ,মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ,শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থাগ্রহণ, মামলা সংক্রান্ত পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক সংশ্লিøষ্ট সংস্থাকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাড়ানোর অনুরোধ জানান এবং চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
১৪ নভেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur