নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ছয় জেলেকে আটক করেছে হরিণা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
১৯ অক্টোবর বুধবার দুপুরের দিকে জেলা সদরের চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মিন্টু চৌকিদার (২৭), শরিফ চৌকিদার (২২), শামিম বেগ (১৯), নাঈম চৌকিদার (২০), জিহাদ বেগ (২৭) ও রফিক চৌকিদার (৬২)।
হরিণা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা বলেন, ‘আটক জেলেরা সবাই চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা। মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে এবং তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’
স্টাফ করেসপন্ডেট, ১৯ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur