আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদর আসন থেকে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। তার নির্বাচনী প্রতীক ছিল হাতি। ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৮৬ ভোট পেয়ে জয় যুক্ত হন।
১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হাতি) প্রতিকে ৮৬ ভোট, আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘুড়ি) প্রতিকে ৭০ ভোট, মোঃ মাহবুবুর রহমান (উট পাখি) প্রতিকে ১৯ ভোট, জাকির হোসেন হিরু (বৈদ্যুতিক পাখা) প্রতিকে ১৪ ভোট, মোঃ শাহ আলম খান (তালা), প্রতিকে ১২ ভোট, মোঃ মুকবুল হোসেন মিজি (টিউবওয়েল) প্রতিক ২ ভোট ও মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী (অটোরিক্সা) শুন্য ভোট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। সর্বোচ্চ ৮৬ ভোট পেয়ে সদর আসন থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বিজয়ী হন।
চাঁদপুর সদরের ১ নং ওয়ার্ডে মোট ভোটার ২০৬ জন। এর মধ্যে অনুপস্থিত ভোটার ২জন, ভোটাধিকার প্রয়োগ করেন ২০৪ জন, বাতিল হয়েছে ১ ভোট।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur