চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং দূর্গাপুর আলগী উত্তর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে । ১৫ অক্টোবর শনিবার সকালে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী উপস্থিত থেকে জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের অভিযানের সময় খাদ্য সহায়তা হিসেবে এই চাল দিচ্ছে। এছাড়াও সরকার জেলেদের আরো সহযোগিতা করার চিন্তা করতেছে।যাতে অভিযানের সময় জেলেরা অন্তত তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে। আপনাদেরও দায়িত্ব অভিযানের সময় নদীতে মা ইলিশ ধরতে না যাওয়া। আমি আশা করি এই ২২ দিন আপনারা মা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জসিম উদ্দিন রনিসহ ইউপি সদস্যবৃন্দ।এদিন এই ইউনিয়নের ৮৮৯ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur