চাঁদপুরের হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে হালনাগাদ ভোটের তথ্য সংগ্রহ করার পর নতুন ভোটারে ছবি তোলা কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী।
হাইমচরে ভোটার হালনাগাদ কার্যক্রম গত সেপ্টেম্বর মাস থেকে হলে নতুন ভোটার হওয়ার যৌগ্যতা অর্জন করে তাদের তথ্য বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, গাজীপুর ইউনিয়নে সে সকল ছেলে-মেয়েরা ভোটার করার মত বয়স হয়েছে তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে আজ তাদের ছবি তোলার জন্য অফিসাররা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur