চাঁদপুর টাইমস, ফরিদগঞ্জ: আপডেট: ০৭:৪৭ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার
চাঁদপুররে ফরিদগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে আলিমের নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে রোববার ভোররাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত বৃদ্ধার ছেলে মাদ্রাসা ছাত্র সফিকুর রহমানকে (২২) আটক করেছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা দা উদ্ধার করেছে।
থানা পুলিশ সূত্র ও স্থানীয় লোকজন জানায়, পশ্চিম আলোনিয়া গ্রামের ছৈয়াল বাড়ির সাহাজউদ্দিন ছৈয়ালের স্ত্রী আলিমের নেছা ও তার ছোট ছেলে সফিকুর রহমান শনিবার রাতে একই ঘরে ঘুমায়। ভোররাতে কে বা কারা আলিমের নেছাকে ধারালো দা দিয়ে আঘাত করলে সে চিৎকার দেয়। পরে আশেপাশের লোকজন এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে পুলিশের হাতে আটক নিহতের ছোট ছেলে সফিকুর জানায়, ভোররাতে সে মায়ের চিৎকার শুনে পাশের রুমে গেলে মা তাকে জানায়, তাকে কেউ আঘাত করেছে।
থানা পুলিশের এস আই হুমায়ুন কবির জানায়, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক হিসেবে নিহতের ছোট ছেলে সফিকুর রহমানকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur