চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলী (৫৫) মৃত্যু বরন করেছেন(ইন্নালিল্লাহি… রাজিউন)। ১০ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় ঢাকার মিরপুর নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।
তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ সন্তানের জননী। তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি গভীর শোক জানিয়েছেন।
এদিকে মরহুমের জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়নি। লাশ ফরিদগঞ্জ আনার পরই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এমনটাই জানিয়েছেন পরিবারের লোকজন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur