Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় : এমপি শফিক
খেলাধুলার

খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় : এমপি শফিক

চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নে গল্লাক ফুটবল টুর্নামেন্ট এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারীর সভাপতিত্বে, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছাত্তার পাটওয়ারী ও আনোয়ার হোসেন খোকন আখন্দের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা আ’লীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারী, আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা শফিকুল হায়দার শাহীন, দেশ গাঁও অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, রাশেদ বেপারী, উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন বিপ্লব পাটওয়ারী প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১০ অক্টোবর ২০২২