Home / চাঁদপুর / সঠিকভাবে দায়িত্ব পালন করেন না হয় পদ থেকে সরে যান : মায়া
সঠিকভাবে দায়িত্ব পালন করেন না হয় পদ থেকে সরে যান : মায়া

সঠিকভাবে দায়িত্ব পালন করেন না হয় পদ থেকে সরে যান : মায়া

শরীফুল ইসলাম | আপডেট: ০৭:৪৩ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

চাঁদপুরে মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, “চাঁদপুর ধনাগোদা সেচ প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই বাঁধের উপর প্রায় ৬ লাখ মানুষ বসবাস করে। এছাড়াও ওই বাঁধের ভেতরে চাষকৃত ধান অন্য জেলাতে রপ্তানি করা হচ্ছে। গত ক’দিন জোয়ারের পানি বেড়ে গেলেও সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা পরিদর্শনে যায়নি। এট খুবই দুঃখজনক। একটি প্রকল্প পরিদর্শনে গিয়ে চা আর ডাব খেয়ে চলে আসলেই দায়িত্ব পালন হয়ে যায় না।”

শনিবার দুপুরে চাঁদপুর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃংঙ্খলা কমিটির সভায় পনি উন্নয়ন বোর্ড ধনাগোদা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্বে অবহেলা করায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, “আপনারা যারা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে হয় নড়াচড়া দিন, না হয় পদ থেকে সরে যান।”

আইনশৃংঙ্খলা মিটিংয়ে মন্ত্রী জেলার সড়কগুলো শীঘ্রই সংস্কার করার উদ্যোগ নেয়া ছাড়াও মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশসনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সভায় জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আমির আব্দুল্লাহ, জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, স্বর্ণপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলওয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপভি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী আশ্রাফুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, কোস্টগার্ড কমান্ডার নুরুজ্জামান শেখ, ফায়ার সার্ভিস উপ-পরিচালক আনোয়ারুল হকসহ জেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫