সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা দিচ্ছেন। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা করে যাচ্ছেন।
রোববার ১১ সেপ্টেম্বর উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি ফারহানা পারভীন এর সভাপতিত্বে ও সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মো: হুমায়ূন কবির মিয়াজী, সমাজসেবক নাছির উদ্দিন প্রধান,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ডা: রিফায়েত উল্যাহ শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur