সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন এই স্লোগানে কচুয়ায় ৪৯তম গ্রীষ্মকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার ও সনদ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কচুয়ার আয়োজনে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ ও গুলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা,কচুয়া শহীদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান,আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। পরে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur