ব্যাপক উন্নয়ন করেও জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন না সাবেক সদস্য ও ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন।
২৭ আগস্ট শনিবার বিকেলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম রিপন জানান, ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা এবং তারিখ চুড়ান্ত করা হয়েছে। অনেক সন্মানীত চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার গন ফোন করে আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন, আমি নির্বাচন করবো কিনা, সে বিষয়ে আমি কাউকে সিদ্ধান্ত জানাতে পারি নাই।
তিনি আরও জানান, আমার রাজনৈতিক ও পারিবারিক অভিভাবক এড. জাহিদুল ইসলাম রোমান ভাইয়ের সিদ্ধান্ত বিবেচনা করে আগামী নির্বাচনে আমি অংশ গ্রহণ করছি না। পরিশেষে তিনি অতীতের ন্যায় ফরিদগঞ্জের মানুষের কল্যানে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায়, সাইফুল ইসলাম রিপন ২০১৬ সালের ডিসেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ জনস্বার্থে ব্যাপক উন্নয়ন করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur