চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৮:১৭ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের নেতা কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’ লেখার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে দশম সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ড কার্যকর হওয়ার পর কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা রয়েছে বিষয়টি মন্ত্রণালয়ের অবগত নয়। মাননীয় সংসদ সদস্য আপনার সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।
মন্ত্রী আরো জানান, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারকার্য শুরু করেছে। যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাসহ ইতোমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে। কয়েকজনের রায় ঘোষণা করা হয়েছে এবং বেশ কয়েকজনের বিচারের রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি অন্যান্যদের বিচারকার্যও এগিয়ে চলছে।
‘পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল-সামস বাহিনী মানব ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত করে বাংলাদেশকে পরিণত করেছিল বধ্যবূমিতে। বাঙালি জাতি পাকিস্তানি বাহিনীর এরূপ ঘৃণ্য বর্বরতাকে কখনো ভুলবে না’, যোগ করেন মন্ত্রী।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur