চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের পাঁচ দিন পর আব্দুল জব্বার নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার জয়নগর গ্রামের দক্ষিণ বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত জোহর আলীর ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত বুধবার সাচার একটি মাহফিলে যোগদান করেন আব্দুল জব্বার। সেখান থেকে বাড়ি না ফেরায় ফেসবুকে তার নিখোঁজের পোস্ট করা হয়। রোববার সকালে বিলে স্থানীয় এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গেলে আব্দুল জব্বারের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আব্দুল জব্বার দুই বিয়ে করেন। বিভিন্ন কারণে তার স্ত্রীরা চলে যাওয়ার পর তিনি অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা কেউ জানাতে পারেনি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur