২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হারে পুরুষদের ছাড়িয়ে গেছে নারীরা। অর্থাৎ বর্তমানে পুরুষদের তুলনায় দেশে নারীর সংখ্যা বেশি।
বুধবার ২৭ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিন।
প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো.দিলদার হোসেন।
প্রকল্প পরিচালক মো.দিলদার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনে বলেন,‘ বর্তমানে দেশে প্রতি ১ শ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৮ জন। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের।
২৭ জুলাই ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur