Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধ জাল ধ্বংস
অবৈধ জাল

শাহরাস্তিতে অবৈধ জাল ধ্বংস

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় শাহরাস্তির ডাকাতিয়া নদী ও উপজেলার ভিবিন্ন স্তানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় শাহরাস্তির ভিবিন্ন স্হানে মোবাইল কোর্টের মাধ্যমে শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২২, উদযাপন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ টি রিং জাল, ২টি ভেশাল জাল উদ্ধার পূর্বক পুড়িয়ে ধ্বংস করেন

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিশের ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে উপজেলা পরিষদের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ জাল ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মোহাম্মদ হুমায়ন রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দীন ও মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক শেখ মাহাদী ও সঙ্গীয় ফোর্স।

প্রতিবেদক:জামাল হোসেন, ২৭ জুলাই ২০২২