Home / জাতীয় / ছাত্রলীগকে আগাছামুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছাত্রলীগকে আগাছামুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৯:৫৪ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০১৫, সোমবার

ছাত্রলীগকে আগাছামুক্ত করে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে জমিতে আগাছা আছে সে জমিতে ফসল হয় না। আগাছা তুলে ফেলতে হয়। আগাছা তুলে ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেউ যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাজিত শক্তির দালালরা এখনও সক্রিয় আছে বলেও মন্তব্য করেন তিনি।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫