চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে কাঁচা বাজরে অবস্থিত মাংস বিক্রেতাদের স্থায়ী সেড না থাকায় চরম ভোগান্তিতে রয়েছে মাংস ব্যবসায়ীরা। মাংস ব্যবাসায়ীদে দীর্ঘদিনের দাবি সাচার উত্তর বাজার সংলগ্ন জোড়া ব্রীজের পাশে একটি স্থায়ী গরু জবাইয়ের সেড নির্মাণ।
সাচার বাজারের মাংস ব্যবসায়ী হোসেন ও সাদেক মিয়া জানান, বাপ দাদার ঐতিহ্যগত এ ব্যবসা। বর্তমানে বাজারে পানি চলাচলের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং দূরে মাংস জবাই করায় অনেক ক্রেতা মাংস কিনতে চান না। উত্তর বাজার সংলগ্ন দুটি ব্রিজের মাঝামাঝি খালে আমাদের স্থায়ী ভাবে গরু জবাইয়ের সেড নির্মান করলে সমস্যা লাগব হবে।
সাচার বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জাহাঙ্গীর দেওয়ান ও সাচার বাজার বনিক সমিতির সভাপতি জাকির তালুকদার জানান, এ সমস্যাটি দীর্ঘদিনের। কাছাকাছি ভালো খাল ও নালা না থাকায় স্থায়ী সেড বসানো যাচ্ছে না। তবে প্রায় ২ কিলোমিটার দুরে বায়েক এলাকায় অস্থায়ী একটি সেড নির্মান করা হলেও ওই সেডটি মাংস ব্যবসায়ীদের কোনো কাজে আসছে না। সাচার বাজারের কাছাকাছি স্থায়ী ভাবে একটি সেড নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur