Home / চাঁদপুর / মাদকের স্পর্শ থেকে নিজেকে মুক্ত থাকার শপথ নিতে হবে : ডিসি
মুক্ত

মাদকের স্পর্শ থেকে নিজেকে মুক্ত থাকার শপথ নিতে হবে : ডিসি

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে চাঁদপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

২০ জুন সোমবার চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ বিভাগ,রাজনিতিবীদ,আনসার সদস্য,সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,’আমরা মাদকমুক্ত সমাজ চাই’ কথাটি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সিমাবদ্ধ রাখলে হবে না। বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। মাদকের এ মরনব্যাধী থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘মাদক নির্মূলে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সবকিছুর আগে নিজেকে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে। তবেই সত্যিকার অর্থে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী,এনএসআই-এর উপ-পরিচালক আরমান আহমেদ,জেলা সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত হোসেন,পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুল হাই পিএএ।

প্রতিবেদক: আশিক বিন রহিম
২০ জুন ২০২২