হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নের রামপুর আল্-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আ. রব পাটওয়ারীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহজান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোটা. এস এম মানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওমর ফারুকখান, মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন পাটওয়ারী, ইউপি সদস্য মো. কামাল হোসেন সর্দার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জসিম উদ্দিন।
ওই সময় বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য ও অভিভাবক সদস্য জাকির হোসেন মিয়াজী, কামাল হোসেন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur