চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তিকৃত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানবিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জানাযায় গত কয়েকদিন ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেন মারাত্মক রোগ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়তে হয়।

এমন মানবিক বিষয়টি জানার পর গত কয়েকদিন ধরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী বিল্লাল হোসেনের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। একই সাথে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার অপারেশন সমাপ্ত এবং পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত সার্বক্ষণিক তার পাশে থাকবেন চাঁদপুরের এই দুই মানবিক ব্যক্তি।
এমন মানবিক সহযোগিতার ঘোষনা দিয়ে সোমবার বিকেল থেকে বিল্লাল হোসেনের শয্যাপাশে থাকার জন্য দুলাল পাটওয়ারী কয়েকজনকে হাসপাতালে পাঠান।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur