Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার বিতারা ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন আজ
বিতারা

কচুয়ার বিতারা ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন আজ

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়াডের্র (৪,৫ ও ৬) উপ-নির্বাচন কাল। ১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহন অনুষ্ঠিতব্য হবে। নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয়রা ধারনা করছেন।

নির্বাচনে মোট ৬জন প্রার্থী প্রতিদন্ধিতায় থাকলেও শেষ পর্যন্ত দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে।

প্রার্থীরা হচ্ছেন- খুশিয়া বেগম (বই), মিনোয়ারা বেগম (তালগাছ) রোকসানা আক্তার (হেলিকপ্টার), শিল্পী আক্তার (বক), লিপি আক্তার (মাইক) ও সাহিদা বেগম (কলম)।

৩টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে, বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাইছারা উচ্চ বিদ্যালয়,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২,খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৪শ ৫৬জন ।

তন্মধ্যে পুরুষ ৫ হাজার ৯শ ৬২জন ও মহিলা ৫ হাজার ৪শ ৯৪জন। নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২২