চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় একটি প্রাইভেট ব্যাংকে ডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন রাফিত মিয়াজী (২৮) নামক এক যুবককে রোববার (৫ জুন) রাতে আটক করেছে পুলিশ। সে উপজেলার বহরী গ্রামের আলী আহমদ খোকন মিয়াজীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে থানার এসআই কবির ও এসআই ছগির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বহরী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।
গত ২৭ এপ্রিল গভীর রাতে মতলবের মুন্সীরহাট বাজারের সোসাল ইসলামী ব্যাংকের ভোল্ট খুলে ২৭ লক্ষাধিক টাকা লুট হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে রাফিত মিয়াজীকে আটক করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন,টাফিত মিয়াজীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মুন্সীরহাট ব্যাংকের ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমান পাওয়া,গেছে। তাই মুন্সীরহাট ব্যাংকের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur